Header Ads Widget

Responsive Advertisement

নবী ইউসুফের পাঠশালা – শাইখ আহমাদ মুসা জিবরিল – Sheikh Ahmad Musa Jibril ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download


 নবী ইউসুফের পাঠশালা – বইটির এক ঝলকঃ


“একজন কারাবন্দী দুনিয়ার এমন অনেক ভোগবিলাস ও আরাম-আয়েশ থেকে বঞ্ধিত হয়, যেগুলো কারাগারের বাইরে স্বাধীন জীবনযাপন করা মানুষ উপভোগ করতে পারে। একইভাবে মুমিন বান্দাদেরও দুনিয়াতে এমন অনেক কিছু থেকে নিজেদের বিরত রাখতে হয় যেগুলো তারা জান্নাতে উপভোগ করতে পারবে। এ কারণেই মুমিনকে দুনিয়াতে কারাবন্দী বলা হয়। এটি হলো এ হাদিসে মুমিনদের কারাবন্দী বলার একটি কারণ।


দ্বিতীয় কারণ হলো, একজন কারাবন্দী খুব সীমিত কিছু সুযোগ-সুবিধা পায়। কারাগারে আপনি হয়তো ফোনে কথা বলতে পারবেন, বিনোদনের জন্য কিছু নির্দিষ্ট সময় পাবেন, খাবার পাবেন। কিন্ত দুনিয়ার স্বাধীন কোনো মানুষের সাথে তুলনা করলে এই সামান্য সুযোগ-সুবিধাগুলোকে অত্যন্ত তুচ্ছ মনে হবে। একইভাবে দুনিয়াতে আমরা যেসব বিলাসিতা ও আরাম-আয়েশ উপভোগ করি, পরকালীন জীবনের পুরস্কারের তুলনায় সেগুলো কিছুই না। জান্নাতে এমন পুরস্কার আমাদের…


উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।


লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।

                                 ডাউনলোড করুন 

 

OUR FACEBOOK GROUP LINK  click here

Groups | Facebook



নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে

কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন

Post a Comment

0 Comments